• পার্বত্য চট্টগ্রাম

    বান্দরবান সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৪২:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বান্দরবান রুমা সড়কে মটর সাইকেল ও পণ্য পরিবহনকরা মিনি ট্রাকের সাথে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী একজন নিহত ও আহত দুইজন।

    জানা যায়, ২ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দুইটার দিকে বান্দরবান রুমা সড়কের রোয়াংছড়ি এলাকা‌ মুরংগো বাজার এলাকায় মালবাহী মিনি ট্রাকের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন যুবক তাদের মধ্যে ইয়ং ম্রো (২৩) নিহত হয়। আহত হয় মেনরাও (১৫),ম্রো,তলিরাম ম্রো ২০।

    এই বিষয়ে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ থেকে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আহত নিহতদের উদ্ধার করে গুরতর আহত মেনরাও ম্রোকে চট্টগ্রাম হাসপাতালে এবং সঙ্খামুক্ত হওয়ায় তলিরাম ম্রোকে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে।

    নিহত আহত উভয়ের বাড়ি ১২ কিলোমিটার এলাকায় দৌলিয়ান পাড়ার বলে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত জানা গেছে।

    আরও খবর 29

    Sponsered content