আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা টানেল সংলগ্ন মাঠে গতকাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এন.টি.বি. প্রিমিয়ার লিগ সিজন-৩-এর শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ আয়োজন করে এন.টি.বি পরিবার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক আমাদের চট্টগ্রাম ও জাতীয় দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি মিজানুর রহমান চৌধুরী বলেন, "আনোয়ারার মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। লুটেরারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই মাটিতে তাদের কোনো স্থান নেই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে। সবাইকে শপথ নিতে হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদক ও লুটেরামুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিক সেন্টারের পরিচালক মুনীর চৌধুরী,মাইটিভি'র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টবাণী সম্পাদক নুরুল কবির, চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সান্তনু মজুমদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোক্তার সওদাগর।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শেখ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহসম্পাদক আ.ন.ম. তাজওয়ার আলম, ফটো সাংবাদিক নুরুল আজম, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
ফাইনাল ম্যাচে গোবাদিয়া খান গ্রুপ চ্যাম্পিয়ন এবং চাপাতলী ভিক্টোরিয়াস ক্রিকেট একাদশ রানারআপ হয়। মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট কেবল বিনোদনের জন্য নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার এক প্রচেষ্টা।
টুর্নামেন্টটি সফলভাবে ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের পাশে টানেল সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।