নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া নির্বাসী মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু জাবের আজ ভোর পাঁচটার চট্টগ্রামে একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি------- রাজিউন।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী,১ মেয়ে ২ ছেলে, ছোট মোট ৬ জন ভাই বোন আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে যান।
বাদে আছর সৈয়দ আব্দুস ছোবান শাহ রহঃ জামে মসজিদ ময়দানে জানাজার নামায অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা মুহাম্মদ এহসানুল করিম, নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আমানুল্লাহ আমান, সাংবাদিক নুরুল আবছার নূরী, হাটহাজারী উপজেলা ধলাই ইউনিয়ের এনায়েতপুর মইনিয়া আহমদিয়া মাদ্রাসা ছাত্র -শিক্ষক, মির্জাপুর ইউনিয়নের হাসেমনগর জামে মসজিদের মতোওয়াল্লী ও মুসল্লীগণ প্রমুখ নামাযের শেষে সৈয়দ আব্দুস ছোবান শাহ রহঃ মাজার পাশের কবরস্থানে দাফন করা হয়।