নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ২নং দাতঁমারা ইউনিয়নের শিকদারখিল এলাকায় মোঃ বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে অবৈধভাবে রয়াল্টির নামে চাঁদাবাজি ও সরকারিভাবে জারীকৃত আদেশ অমান্য করার অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারায় ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন শাহিন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন চট্টবাণীকে জানান।