মোঃ শহিদুল ইসলাম (শহীদ): বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ান ৩৮ বিজিবি এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এই উপলক্ষে আনন্দঘন মুহূর্তে বিভিন্ন পেশাজীবী, হেডম্যান, কারবারি, সাংবাদিকদের উপস্থিতিতে কেক কাটা পরবর্তী প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
১৫ জানুয়ারি ২০২৫ ইংরেজি, বুধবার দুপুর সাড়ে বারোটায় ৩৮ বিজিবি বলিপাড়া জোন চত্বরে জোন কমান্ডার তৈমুর হাসান খান পিএসসি এসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ,রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান,এসবিপি,ওএসপি, বিএসপি।
এতে উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর বান্দরবান কর্নেল মাহমুদুল হাসান,পিবিজিএম,বিপিএম(সেবা) পিএসসি, পরিচালক অধিনায়ক রুমা ব্যাটালিয়ন ৯বিজিবি লেঃকর্নেল এবি এম শাহ রেজা পিএসসি পদাতিক, পরিচালক অধিনায়ক ৫৭বিজিবি আলিকদম লেঃকর্নেল আকিব জাভেদ পিএসসি, অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক ৫৭বিজিবি আলিকদম, অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমামুল আজিম,আর্টিলারি অতিরিক্ত পরিচালক অপারেশন, ৫৭বিজিবি, সেক্টর সদর দপ্তর বান্দরবান অতিরিক্ত পরিচালক (অপারেশন)মেজর খন্দকার মোর্শেদ জামান ইএম ই।