নুরুল আবছার নূরী : নির্মাণের মানঠিক রেখে নির্ধারিত সময়ে ব্রীজের কাজ শেষ করা হবে। পাইলিং এর লোড পরীক্ষা করছেন সেতু বিভাগের ইঞ্জিনিয়ার মোঃ আকতার হোসেন।
১১ জানুয়ারী শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া ও নাজিরহাট পৌরসভার ২নং সুয়াবিল সিদ্ধাশ্রম এলাকায় হালদা নদীর উপর নতুন সেতু নির্মাণের কাজ পাইলিং এর লোড পরীক্ষা করছেন কালে সাংবাদিক নুরুল আবছার নূরী সাথে আলোচনায় বলেন, সেতু নির্মাণের মান ঠিক রেখে যথা সময়ে সেতু নির্মাণের কাজের অগ্রসর সন্তোষ প্রকাশ করেন।
তবে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুটি সরাতে বিলম্ব করতে ক্ষোভ প্রকাশ করেন যত দ্রুত বিদ্যুতের খুটি সরাতে অনুরোধ জানান। বর্তমানে মোট ৩২ টি পাইলিংয়ের কাজ শেষ।পাইলিং লোড ৭৬০ টন।
এই সময় ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বাবু তন্ময় নাথ ও সহকারী প্রকৌশলী আবদুস সালাম, জেলা কনসালট্যান্ট মোঃ খলিল, ঠিকাদার তাহের ব্রাদ্রাসের প্রকৌশলী মোঃ শাহীন. ব্রীজের সহকারী প্রকৌশলী মুহাম্মদ সাব্বির ও স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ কামাল উপস্থিত ছিলেন।