চট্টবাণী: বন্দরনগরী চট্টগ্রামের সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচিত হয়েছে। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী (বিসিএস তথ্য) মোঃ শফিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার,চীফ কো- অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম, হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস, সহকারি হোস্টেল সুপার মোবারক হোসাইন, শিক্ষক আব্দুস শাকুর,হাসানুল বান্না,তমাল রায়, শিক্ষিকা তাসনোভা তাহরিন,মিতু বড়ুয়া,নাজরাতুল মামুর,আইরিন আক্তার,জান্নাতুল ফেরদৌস, রিফাত ফারজানা, মরিয়ম বেগম আফরিন, জয়নব বেগম, নোমায়তুল জান্নাত,জান্নাতুল মিম, তাসলিমা আক্তার ও অনন্যা বণিক প্রমূখ উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ জানান, 'শিক্ষার্থী ও অভিভাবকগণ যাতে বছরের শুরুতে একটি কর্ম পরিকল্পনা করতে পারেন সেজন্য বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডারের মধ্যমে আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করে থাকি।'