নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ ও আয়োজনে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাহ উদ্দিন এর বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ২৫ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেছেন অতিথিবৃন্দ।
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগ ও আয়োজনে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাহ উদ্দিন এর বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ২৫ সালের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৯ জানুয়ারী উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত (তদন্ত) মোঃ রফিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর হোসাইন মোহাম্মদ এমরান,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সরোয়ার মফিজ, জামায়াত নেতা ইউছুফ বিন সিরাজ,বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এস এম ইলিয়াছ, সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, সহ-সভাপতি নাজমুল তারেক, শিক্ষক নেতা রনজিৎ ভট্টাচার্য, জে এম তাওহীদ হোসেন, শিক্ষক হিল্লোল রায়, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম,এছাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আক্কাস উদ্দীন, শহীদুল আলম,মোঃরফিকুল ইসলাম, এনামুল হক, জিপন উদ্দিন, সালাউদ্দিন জিকু,মোঃসেলিম,সিরাত মনজুর, কামরুল সবুজ, ওবায়দুল আকবর রুবেল, ইউছুফ আরাফাত,সাইফুল ইসলাম, মোঃ সাইফুদ্দিন, মীর আখতারুজ্জামান রুবেল, নুরুল আবছার নুরী,ডাঃ বরুণ আচার্য্য বলাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আকিব প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেসবাহ উদ্দিনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কর্তৃক প্রকাশিত বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন করা হয়। প্রধান ও সংবর্ধিত অতিথি মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আকাশ।