সিটি রিপোর্টার: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বি, ইউনিট এর উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা গতকাল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন-সহ-সভাপতি মোঃ শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর।
সাবেক যুবদল সদস্য সচিব মোঃ আঃ,জ,ম সোহেল ও সাবেক ছাত্রদল সদস্য সচিব মোঃ আকিব জাবেদের যৌথ সঞ্চালন অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন রাখেন নগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ হাসান মুরাদ, সুমন রহমান, সাইফুল ইসলাম ,কৃষক দলের নেতা মোঃ শাহেদ আলী সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন,ইপিজেড বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত ও তৃনমুল পর্যায় থেকে আরো কঠোর ভাবে সাজিয়ে রাজনৈতিক ভাবে দল সু সংগঠিত করার প্রাণান্তর চেষ্টা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেক্রমে আগামী দিনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবশ্যই মূল্যায়ন করে ইপিজেডে বিএনপির সাংগঠনিক অবস্থান চট্টগ্রাম মহানগর কমিটির নিকট উপস্থাপন করবেন বলে জানিয়েছেন।