নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার সীমান্ত থেকে ভারতীয় চোরাই গরুসহ হারুন (৩৮) নামের এক যুবকে আটক করেছে বিজিবি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
শুক্রবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে এগারোটায় ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চা-বাগান নামক স্হানে সুবেদার মোঃমহসিন শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত হারুন ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া এলাকার নুর আহমদের ছেলে। বিজিবির সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ১টি দল বাগানবাজার সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে সিমান্ত দিয়ে ভারত থেকে আনা ৮টি গরু সহ মোঃ হারুন (৩৮) কে আটক করে।
বিজিবি জানিয়েছেন প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটককৃত ব্যক্তিকে ব্যাটালিয়ন সদরের নিকটস্থ ভুজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে। রামগড় জোনের অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত চোরাচালান প্রতিরোধ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সিমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশের চোরা চালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।