চট্টবাণী: চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর প্রথম দিন শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ হাজার ৬৯৪টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন টোল পরিশোধ করেছে ৩ লাখ ৬২ হাজার ৬০০ টাকা।
সিএনজিচালিত অটোরিকশা, কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ, মিনিবাস, বাস, ট্রাক ও কাভার্ডভ্যান এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকলেও ট্রেইলর, মোটরসাইকেল ও রিকশা চলতে পারছে না। ফলে কাঙ্ক্ষিত টোল আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।
চুয়েট ব্যুরো অব রিসার্চ টেস্ট অ্যান্ড কনসালটেশনের এক সমীক্ষায় উল্লেখ করা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে প্রতিদিন প্রায় ৮১ হাজার ৪৭১টি যানবাহন চলাচল করতে পারে। এর মধ্যে কার ও তিন চাকার যানবাহন ৩৯ হাজার ৪২৮টি, মাইক্রোবাস, ভ্যান, জিপ ৬ হাজার ৫১৩টি, মিনিবাস ও পিকআপ ৫ হাজার ৩৮টি, বাস ৩ হাজার ৩৮৯টি, ট্রাক ৫ হাজার ৬৬৪টি, লরি ও ট্রেইলর ৬৭৭টি, মোটরসাইকেল ৫ হাজার ৮১৪টি, ঠেলাগাড়ি ৫৯০টি এবং রিকশা ১৪ হাজার ৩৫৮টি।
বিগত সরকারের আমলে যানবাহন চলাচলের জন্য নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করে গত বছরের ৩ নভেম্বর সিডিএ নতুন প্রস্তাব পাঠায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। গত ২৭ নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচলের সুযোগ রেখে টোলের হার চূড়ান্ত করা হয়।
সিএনজিচালিত অটোরিকশার টোল ৩০ টাকা, কার ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাস ১০০ টাকা, পিকআপ ১৫০ টাকা, চার চাকার মিনিবাস ও ট্রাক ২০০ টাকা, বাস ২৮০ টাকা, ৬ চাকার ট্রাক ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যান চলাচলে দিতে হচ্ছে ৪৫০ টাকা টোল।
নগরের পতেঙ্গা প্রান্তে চারটি বুথে টোল আদায় করা হচ্ছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ’র তত্ত্বাবধানে। ৪ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ।
প্রকল্প পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এখন প্রতিদিন ১০ থেকে ১১ হাজার যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করছে। নির্মাণাধীন ৯টি র্যাম্প চালু হলে যানবাহন চলাচলের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা থাকায় কর্তৃপক্ষ আপাতত মোটরসাইকেল ও ট্রেইলর চলাচল বন্ধ রেখেছে।