নুরুল আবছার নূরী : ফটিকছড়িতে কৃষি জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে এক ব্যাক্তিকে ৬ (ছয়) মাসের জেল ও হাজার টাকা জরিমানা।
১ জানুয়ারী রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ তকিরহাট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি আবাদযোগ্য জমির উপরি স্তর (টপ সয়েল) কাটার অপরাধে মো: রাব্বি (৩৩), পিতা: মৃত কামরুজ্জামান কামাল নামীয় এক ব্যক্তিকে অপরাধের স্থান হতে হাতেনাতে আটক করা হয়। সরেজমিনে দেখা যায় জাহানপুর এলাকার আবু আহমদ পিতা: ফয়েজ আহমদ এর মালিকাধীন প্রায় ২০ শতক কৃষি জমি হতে এক্সক্যাভেটর দিয়ে প্রায় ২০-২৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে।
এ সময় অপরাধীর নিয়ন্ত্রনাধীন অপরাধের সাথে সংশ্লিষ্ট আনুমানিক ২০০ ঘনফুট ধারণক্ষমতা সম্পন্ন ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমান আদালতে তার স্বীয় অপরাধ স্বীকার করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া জরিমানা অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ড্রাম ট্রাক ৩টি নিলাম বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে প্রদানের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন।