নুরুল আবছার নূরী : " নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার " এই প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ি উপজেলা সমাজ সেবা কার্যালয় উদ্দ্যেগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র্যালী, ওয়াকাথন পরবর্তী কল্যাণরাষ্ট্র বিষয় মুক্ত আলোচনা সভা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বাবু রাজিব আচার্য এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরী হল মিলায়তনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
সহকারী সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আমিনুল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাবু সুচয়ন চৌধুরী, সমবায় কর্মকর্তা মুহাম্মদ আব্দুল শহীদ মিয়া।