সিটি রিপোর্টার: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুলের বাসায় দুদক এবং র্যাব অভিযান পরিচালনা করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) গভীররাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ আবাসিক এলাকাস্থ মাহবুবুল আলমের নিজস্ব বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭ এর কর্মকর্তারা জানান, দুদক নিজেদের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ওই বাড়িতে অভিযানে যায়। আমরা শুধু তাদেরকে সহায়তা করেছি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের টানা পাঁচবারের সভাপতি ছিলেন মাহবুবুল আলম। ২০২৩ সালে তিনি এফবিসিসিআই’র সভাপতির দায়িত্ব নেন। গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগ থেকে তিনি সিংগাপুরে রয়েছেন।
তার পারিবারিক সূত্র জানিয়েছে, মাহবুবুল আলম ওখানে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ছাত্র-গনঅভ্যুত্থানে সরকার পতনের পর ব্যবসায়ীদের চাপের মুখে তিনি ই-মেইলে এফবিসিসিআইয়ের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।