চট্টবাণী: চট্টগ্রাম প্রেসক্লাবসুশৃঙ্খলভাবে পরিচালনা, ব্যবস্থাপনা কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্য ও নতুন করে যেন কোন সংবাদিক বৈষম্যর শিকার না হয় এবং অন্তর্বর্তী কমিটিকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের পাশাপাশি উপরোক্ত কার্যক্রম সরাসরি বাস্তবায়নে ‘শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি’ গঠন করা হয়।
উক্ত কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত। সদস্যরা হলেন প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো. শহীদুল ইসলাম এবং স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন।
প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, ও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মো. শহীদুল ইসলাম এবং প্রেস ক্লাব এর স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন, মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের বাংলা প্রতিনিধি মুনীর চৌধুরী।
মুনীর চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি যোগ্য নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি জাতীর বিবেকের প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবকে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবকে বিক্রি করে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে টাকার পাহাড় গড়ে তুলেছেন, প্রেসক্লাবকে দলীয় দাসত্ব কায়েম করে প্রেসক্লাবের সুনাম নষ্ট করেছে, সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ করেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি দিয়ে গণহত্যায় অংশ নিয়েছে তাদেরকে প্রেসক্লাব থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনবে।
যে সকল সাংবাদিকরা বৈষম্য বিরোধী আন্দোলন করে প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করেছে তাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে, যোগ্যতা সম্পন্ন পেশাদার সংবাদ কর্মীদের কে ক্লাবের সাংবিধানিক অনুযায়ী প্রেসক্লাবের সদস্য হাওয়া তাদের ন্যায্য অধিকার। কোন সাংবাদিক যেন অধিকার বঞ্চিত না হয় এবং তাদের যেন আবার বৈষম্যর শিকার না হয় সে জন্য প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।