চট্টবাণী: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র এ'ইউনিট নিউমুরিং এলাকায় সাংগঠনিক মতবিনিময় সভা সাবেক সহ-সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, থানা বিএনপি নেতা মোঃ আবু তালেব সাগির, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ নূর উদ্দিন মুন্না, ইফতেখার উদ্দিন চৌধুরী, মোঃ জাহিদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ ইউসুফ, ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ ইউসুফ সুমন, যুবদলের আজমল সোহেল সহ বিভিন্ন ইউনিটের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ বলেন, তৃণমূল থেকে বিএনপির সাংগঠনিক কাঠামো মজবুত করতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহানগর বিএনপির নেতৃত্বাধীন কমিটির নির্দেশনা অনুযায়ী দলের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে ইউনিট, ওয়ার্ড, থানা এবং উপ -কমিটির নেতা নির্বাচনের মাধ্যমে দল কে পূর্বের চেয়েও অধিক শক্তিশালী করতে থানা কমিটির সাবেক সভাপতি ও কাউন্সিলর,নগর সদস্য সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে নিরালস ভাবে এগিয়ে যাচ্ছে বিএনপি। সবাইকে দলের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।