চট্টবাণী: চট্টগ্রাম মহানগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২২ ডিসেম্বর ২০২৪ (রবিবার) সকাল ১১টায় মাদ্রাসার কার্য-নির্বাহী পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুল হক মাদানীর সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসাইনের সঞ্চালনায় মাদ্রাসা ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু বলেন, একজন আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। এছাড়াও তিনি পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসা কার্য-নির্বাহী পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা কার্য-নির্বাহী পরিষদের জয়েন্ট সেক্রেটারি প্রশাসন আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন,স্বাগতম বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী ও
উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী।
বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর, মাওলানা মামুনুর রশীদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মিসেস আসমাউল হুসনা,মিসেস আসফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার, মিস সামরিনা হাসান, মিস জাফরিন আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব লায়ন আব্দুল গাফফার চৌধুরী বলেন, আমরা এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসাকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে সম্মানিত অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকাগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।