নুরুল আবছার নূরী: ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফে তিন দিন ব্যাপী আন্জুমানে বারিয়া মুনিয়া আহমদিয়া বাংলাদেশের কর্তৃক আয়োজিত ও বারিয়া শফিকুল মুনির সার্বিক ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও মুনিরুল উলুম বারিয়া ইসলিয়া আলিম মাদ্রাসার ২৪ তম বার্ষিক ছালানা জলসা দ্বিতীয় দিন(২য় দিবসে) মাহফিলে ছদারত করেন শফিকীয়া দরবার সাজ্জাদনশীন পীরে তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযতরতুলহাজ্ব আল্লামা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী।
উপস্থিত ছিলেন দরবরের বড় শাহজাদা ও মুনিরুল উলুম বারিয়া ইসলামি আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত হযরতুৱহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন কাদের চৌধুরী,মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ,ক,এম, সাইফুল্লাহ চৌধুরী।
আলিম বিভাগের পরিদর্শক মুহাম্মদ মিজানুর রহমান, মাদ্রাসার আজীবন দাতা সদস্য কবির উদ্দিন সিআইপি তকরির করেন, চট্টগ্রাম আহসান উলুম গাউছিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামক মুহাম্মদ ইদ্রিস আনসারী,চট্টগ্রাম সোবহান আলীয়া কামীল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ, উপাধ্যক্ষ হযতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জুলফিকার আলি চৌধুরী,চট্টগ্রাম ষোলশহর জামে আহমদীয় সুন্নিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও জামিয়াতুল ফালাহ জামেমসজিদের সিনিয়র পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আহমদুল হক, চট্টগ্রাম সোবহান আলিয়া কামিল এম এ মাদ্রাসার মোহাদ্দেস ও বায়তুল মুনির জামেমসজিদর খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, আন্জুমানের ওলামাগণ।
মাওলানা রিয়াজ মাহমুদ ও মাওলানা মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র প্রবাসীরা উপস্থিত ছিলেন।
দেশ জাতির ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ।