চট্টবাণী: বন্দরের গেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ, নৌ, অগ্নি ও রাসায়নিক নিরাপত্তা জোরদার এবং যেকোনো নাশকতা প্রতিহত করার লক্ষ্যে পরিচালিত হয়েছে ‘সেইফ গার্ড’ শীর্ষক মহড়া।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ নিয়ন্ত্রিণ আইএসপিএস মনিটরিং সেল এ মহড়ার আয়োজন করে।
মহড়ায় বন্দরের নিরাপত্তার বিভিন্ন দিক পরীক্ষা ও জরুরি পরিস্থিতিতে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে বন্দরের নিরাপত্তা বিভাগ, বন্দর ফায়ার শাখা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা।
বন্দরের নিরাপত্তায় এ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, এ মহড়ায় যেকোনো আপদকালে বন্দরের কার্যক্রম চালু রাখাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল। এসব অনুশীলনের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলো দক্ষতা দেখিয়েছে। এ মহড়া বন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বন্দরের আওতাধীন সব পোর্ট ফ্যাসিলিটিজ ও পোর্ট রিলেটেড এরিয়াগুলোতে নিজ নিজ উদ্যোগে একই সময় মহড়া পরিচালিত হয়।
তিনি আশা করেন, আমেরিকান কোস্ট গার্ড আইএসপিএস টিম আগামী জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসতে পারে। এবারের মহড়াটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও পেশাগত উৎকর্ষ এবং এ পরিদর্শনের জন্য বন্দরের প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।