নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত দামপাড়া পুলিশ লাইন্সের শুটিং ক্লাব মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও ২০২৪ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ সভা গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ । অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়। একই সাথে জুলাই-আগস্ট-২০২৪ এ গণঅভ্যুত্থানের বীর শহিদগণকে স্মরণের পাশাপাশি পরিবারের সদস্যদের উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে সকলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ , বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, বীর পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।