চট্টবাণী : কোটা সংস্কার আন্দোলনকালে নগরের সড়কবাতি নেভানোর অভিযোগে ওঠা চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাশকে অপসারণ করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সই করা অফিস আদেশে তাকে অপসারণ করা হয়।
আদেশে বলা হয়, চসিক কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে পাবেন।