চট্টবাণী: মহান বিজয় দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের কাট্টলীতে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ২৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ফুল দেওয়ার মাধ্যমে বীরদের শ্রদ্ধা জানানো হয়।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম, উপ পরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।