নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বিজয় দিবস উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ তম তোপধ্বনি মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পাতা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রীয় সালাম প্রদান,বেলুল উড়ানো,মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধন, মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতি ফুটবল খেলাসহ নানান আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এতে সভাপতিত্বে করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা আত্নার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন ফটিকছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নুর হোসেন নিযামী।