• উত্তর চট্টগ্রাম

    আর্ন্তজাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবসে সফল জননী শ্রেষ্ঠজয়িতা বেনুরা বেগম

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৪ , ১১:৪২:২২ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা শ্রেষ্ঠজয়িতা সফল জননী নারী হিসাবে নির্বাচিত হয়েছেন ৩৪তম প্রশাসন বিসিএস ক্যাডারের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আরফাত আলমের মা।তিনি ফটিকছড়ি উপজেলার ১৩ নং লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের স্রী।তার ২ছেলে ৩ মেয়ে।

    তিন মেয়ে তিনজনই বিবাহিত, ২জন গৃহীনি। ছোট মেয়ে কাঞ্চননগর রুস্তমীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা, ২য় ছেলে মুহাম্মদ এরশাদুল আলম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তাঁর ৫ ছেলে মেয়ে সমাজে প্রতিষ্ঠিত।সমাজ বিনির্মাণে বেনুরা বেগম একজন সফল নারী হিসাবে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

    আরও খবর 27

    Sponsered content