নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শ্রেষ্ঠজয়িতা হিসাবে নির্বাচিত হয়েছেন শিলা নন্দী । তিনি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাঙ্গাপানি চা-বাগান গ্রামের দীপক রঞ্জনের স্ত্রী।তিনি বাংলাদেশ শিশু একাডেমি ফটিকছড়ি শাখার সদস্য, ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা কমিটি সদস্য, সাতকানিয়া কাঞ্চনা সমিতির সদস্য।
তাঁর প্রকাশিত শব্দ তরঙ্গ, অক্ষরবৃত্ত, শিশুদের বর্ণবোধের হাতেখড়ি, ছড়ায় ছড়ায় অংক শিখি।২০১০,২০১৪ও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।শিক্ষা ক্ষেত্রে আলোকিত মানুষ হিসাবে একজন সফল নারী হিসাবে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।