প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৮:২১ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্দ্যেগে আয়োজিত আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস “দূর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক উপলক্ষে র্যালী ও আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ মাস্টারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তন সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদিকা শিলা নন্দিত,সংগীত শিক্ষক শিল্পী চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সদস্য নুরুল আবছার নূরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর। আমরা নিজেরা দূর্নীতি করবনা দূর্নীতিকে প্রশ্রয় দিবনা।যে দূর্নীতি সে খানে প্রতিরোধ করব।