প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৯:৩৬:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
রোববার (০৮ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল (শনিবার) নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত।
অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন.. প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।