চট্টবাণী: সিইপিজেডে ইউনিটি এক্সেসরিজ নামে একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার সাড়ে সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
৬ তলা ভবনের ৪ চতুর্থ তলায় আগুন লাগে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। আগুন সম্পূর্ণ নির্বাপন হলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।