সিটি রিপোর্টার: নগরীর উত্তর পতেঙ্গাস্থ কাঠগড়ে পতেঙ্গা থা্না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র ৪ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় বিভিন্ন কর্মসূচির গ্রহনার্থে জরুরী প্রস্ততি সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন।
আাগামী ০৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ভারতীয় আগ্রারন ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং শহীদ ওয়াসিম উদ্দিন চত্ত্বর (এম.এ আজিজ উদ্যান)এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং বিএনপির ই্উনিট, ওয়ার্ড-থানা কমিটি পূর্ণগঠন, আগামী জাতীয় নির্বাচন ও ৩১ দফা নিয়ে নেতা- কর্মীদের দিক নির্দশনা মূলক কার্যক্রম চলমান করেন।
প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ-সভাপতি, শ্রমিক নেতা মোঃ আবু জাফর, বিএনপি নেতা মোঃ হারুন কোম্পানী, মোঃলোকমান কনর্ট্রাঃ, গিয়াস উদ্দিন, ৪০নং ওয়াড বিএনপির সাবেক সাঃস্পাদক- মোঃ মন্জুর কাদের,সাইফুল ইসলাম,সারোয়ার কামাল চৌধুরী, মোঃ হাকিম, যুবদলের মোঃ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ মালেক ফারুকী,শ্রমিক দলের মোঃওসমান গনি, ছাত্রদলের মোঃ ইকবাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।