• মহানগর

    চট্টগ্রামে বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ১১:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : মেয়াদোত্তীর্ণ হওয়ায় নগরের ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপির নগর কার্যালয় নছিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে গত ৭ জুলাই দুই সদস্য বিশিষ্ট কমিটি এবং পরবর্তীতে ৪ নভেম্বর ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডে অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।

    এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান মহানগর বিএনপির এ নেতা। পাশাপাশি পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা প্রতি আহ্বান জানানো হয়।

    আরও খবর 25

    Sponsered content