রাউজান প্রতিনিধি: : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর মহান পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম ও কমিটির ব্যবস্থাপনায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের আওলাদেপাক শাহজাদা সৈয়দ রহমান মিয়া শাহ হারবাংগীরি মাইজভান্ডারী ( ম: জি : আ:)।
প্রধান বক্তা ছিলেন দিঘীনালা মডেল মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মামুন নূরী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীস্থ দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মঞ্জিলের শাহজাদা শেখ আহমদ নূর ছিদ্দিকী আজাদ হানফী মাইজভান্ডারী, শায়ের মাওলানা মোহাম্মদ মাসূদ পারভেজ, লেখক তাহের মোহাম্মদ রিশাদ, সংগঠক হাফেজ মাওলানা খালেদ রিশাদ, মাওলানা মোহাম্মদ জাকের হোসেন কাদেরী, রাউজান গ জোনের সমন্বয়কারী টিটন বৈদ্য, সমাজসেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী, সাংবাদিক আল সিরাজ ভান্ডারী, মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও উপদেষ্ঠা মোহাম্মদ জেবর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা এস এম আইয়ুব বদরী, বিশ্ববন্ধন এর ব্যবস্থাপনা সম্পাদক নুর মোহাম্মদ, মোহাম্মদ গোলাম মোস্তফা শেখ, মোহাম্মদ তারেক, হারাধন মহাজন বুলু, প্রচার সম্পাদক অজ্ঞন দাশ, মোহাম্মদ এসকান্দর, মোহাম্মদ মুছা, মোহাম্মদ আজিম, মোহাম্মদ আহাদ, সঞ্জীব বড়ুয়া, মোহসম্মদ এমরান, কাঞ্চন দে, জহির আহমদ, মোহাম্মদ সেন্টু, সাধন শীল, মোহাম্মদ শফি, আবদুল রাহাত, সৈয়দ মোহাম্মদ তাওরাত, জুনায়েদ হোসেন কাদেরী, মোহাম্মদ হোসেন ,নুরুল আলম ইয়াছিন, মুস্তাকিম রহমান আসিফ প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।