নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ছয় হাজার কাউন্সিলরের উপস্থিতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি–বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার (২৯ নভেম্বর)অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম।
অবশেষে ইসলামী আদের্শ বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিকনেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যারিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন। আর ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হলো। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আজকে বাংলাদেশে সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমাদের পূর্বসুরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না।
তিনি বলেন, আমরা আজ বেদনা ও শ্রদ্ধার সাথে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নাম স্মরণ করছি। আলিফের নাম বাংলাদেশের ইতিহাসে আধিপত্যবাদবিরোধী সংগ্রামী হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশের দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের আমরা বলছি, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। সারা দেশের মুক্তিকামী মানুষ আপনাদের সাথে আছে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে আজকের এই সম্মেলন ঐতিহাসিক ভূমিকা রাখবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ–সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরী সাধারণ সম্পাদক মকবুল আহম্মদ ভূঁইয়া, সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ আদিল ও আইন–আদালত সম্পাদক হামিদুল ইসলাম।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় সহ–সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক লস্কর মুহাম্মদ তসলিম। ২০২৫–২৬ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরীর সভাপতি নির্বাচিত হন এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু তালেব চৌধুরী।