নুরুল আবছার নূরী : কোরান সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টা লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশরে ১৯৯০ সালে ২১ ডিসেম্বর আত্মপ্রকাশ করছেন। অস্ত্রের পরিবর্তে বই খাতা ছাত্রদের হাতে তুলে দিতে আল্লাহ প্রদত্ত -রাসুল (দঃ) প্রদর্শিত সাহাবায়েকের ও অলিগনের আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনকে পরিচালিত করে সমাজ দেশ ও জাতিকে সঠিক পথে পরিচলিত করতে মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করতে ইসলামিক ফ্রন্টের যোগদান করতে সকলের প্রতি আহবান জানান।
২৩ নভেম্বর শনিবার সকাল ১০টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন নানুপুর গাউছিয়া মার্কেটস্হ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ মমতাজ উদ্দিন হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নেযামী,উদ্ধোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি পৌরসভার সভাপতি মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন চিশতি, প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ শফিউল আজম,নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ আহসানুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ মাঈন উদ্দিন নূরানী।
মোঃ শহিদুল্লাহ ও মাস্টার মোঃ নোমানুর রশীদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ তকি উদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুছা চৌধুরী, মাওলানা আবুল কাশেম নূরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ এরশাদ বোকারী,হাফেজ মুহাম্মদ নুজ্জামান,মাওলানা মোঃ নাসির উদ্দীন, মাওলানা মুহাম্মদ তছলিম উদ্দিন আলকাদেরী, মাওলানা ইব্রাহীম,মাওলানা দিদার, হাফেজ মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।
কাউন্সিল অধিবেশন শেষে আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ মমতাজ উদ্দিন হোসাইনীকে সভাপতি, মুহাম্মদ শহিদুল্লাহকে সাধারণ সম্পাদক মুহাম্মদ ফোরকান কবির সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ আলমগীর মাসুদকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখা ২০২৪-২০২৫ সালের কমিটি ঘোষণা করা হয়।