নিজস্ব প্রতিবেদক: লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। আমরা সকলেই জানি-প্রত্যেকটা মানুষের শৈশব ও কৈশোরকালকে জীবনের সোনালী অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। তেমনি বহুমাত্রিক লেখক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমীর বেলায় ও ব্যতিক্রম নয়।
শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি তাঁর আগ্রহ ও মূল গবেষণার বিষয় হলেও তিনি ধর্ম, সাহিত্য, সাংবাদিকতা, সমাজ, সভ্যতা এবং সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন সহজে অনায়াসে। তাঁর সাফল্যের মূল চাবিকাঠি তীক্ষ্ণধী ও পরিশ্রম। তিনি চট্টগ্রাম ও ঢাকার পত্র-পত্রিকায় নিয়মিত লিখে সচেতন পাঠক ও লেখকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন। পেশায় শিক্ষক তিনি। ২১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ছোটদের ইসলামিক নলেজ ব্যাংক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক ও লেখক মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার যাইনুল মোস্তফা, মাস্টার শাহাদাত হোসাইন, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা এনামুল হক, মাওলানা খোবাইব নূর, মাওলানা মামুনুর রশীদ,হাফেজ ইয়াসিন আরাফাত,হাফেজ মুহাম্মদ সাজ্জাদ, মিসেস আসমাউল হুসনা, মিসেস আসফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিস সামরিনা হাসান, মিস জাফরিন আজাদ, মিসেস মরিয়ম আক্তার, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।