নুরুল আবছার নূরী : ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সমবায় আরো শক্তিশালী করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ সমবায়ে অংশীদারত্ব গড়ে তুলতে হবে। "সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর কর্তৃক আয়োজিত ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ সকাল ১০টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তন ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ.শহিদ ভূঞায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধানঅতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীঅ।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা সাবেক সমবায় কর্মকর্তা মুহাম্মদ সালাহ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমদ ছিদ্দিকী,উপজেলা প্রকল্প কর্মকর্তা (বি,আর ডি) আলী নুর মিয়াজি, বি.আর.ডি.বির সাবেক চেয়ারম্যান এডভোকেট আবছার উদ্দিন হেলাল, হারুয়ালছড়ি খাল পানি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড সভাপতি আলহাজ্ব এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, বিবিরহাট শান্তি শ্রমজিবি সমবায় সমিতি লিমিটেড সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সৃষ্টি সমবায় সমিতি লিমিটেড কর্মকর্তা বাবু রাজশ্রী বড়ূয়া।
সহকারী সমবায় কর্মকর্তা মোঃ জেবল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আলম আজাদ,সমবায় দপ্তরের কর্মচারী উপজেলা সরকারি কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ এনাম, মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।