চট্টবাণী: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার পিইউও (প্রফেসর আন্ডার অফিসার) মো. আবু তালেব ‘সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়।
আগামী ১৬ নভেম্বর রেজিমেন্ট সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হবে।
সদ্য পদোন্নতি পাওয়া সেকেন্ড লেফটেন্যান্ট আবু তালেব হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সী মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে।
তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে তিনি প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন। এরমধ্যে ২০১৭ সালের ১৫ জুন সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।