নুরুল আবছার নূরী : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম উরস শরিফ উদযাপন উপলক্ষে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার আয়োজনে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৬ অক্টোবর রবিবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সকালে ক্যাম্পাস হতে র্যালী আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরিফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়। বিকাল ৩টায় প্রতিষ্ঠানের সুপার ও সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন'র সভাপতিত্বে জীবনী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য এস. এম, মোরশেদুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আসহাব উদ্দিন ও মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ মাওলানা আবুল কাছেম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আসহাব উদ্দিন, ডা. বরুণ কুমার আচার্য, হাফেজ আব্দুর রশিদ, মাওলানা দিদারুল আলম, শফিউল আজম চৌধুরী প্রমুখ। শিক্ষক রাশেদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহসুপার শাফায়াত হোসাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) আল্লাহর একজন মহান অলি। তিনি কঠোর রিয়াজত ও মানবতার কল্যাণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। অনুষ্ঠান শেষে মিলাদ-কিয়াম পরিচালনা করেন মাওলানা মুজিবুল হক এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ এমরান হোসেন।