নুরুল আবছার নূরী : ফটিকছড়িতে ঢাকাইয়া ফুড নামে একটি রেস্টুরেন্টে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।অভিযানে রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়।
৭ অক্টোবর, সোমবার দুপুরে উপজেলার বিবিরহাট ডাক বাংলাসহ তিন রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ।
তিনি জানান, এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বিবিরহাট পৌর এলাকার ডাক বাংলো মোড়ে ঢাকাইয়া ফুড নামে একটি রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছে। আজ অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নারী-পুরুষ পালিয়ে গেলেও রেস্টুরেন্টের দুই কর্মকর্তাকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি পৌরসভার প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।