মোঃ শহিদুল ইসলাম (শহীদ): পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।
রবিবার (৬ই অক্টোবর)২০২৪ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং জানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন এক জরুরি সভার মাধ্যমে এমন সিন্ধান্তের কথা জানিয়েছেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর থেকে একটানা সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিলো জেলা প্রশাসন। এরপর এবার পুরো জেলায় পর্যটকদের ভ্রমণে বিরত থাকার নির্দেশনা আসে।
উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর২০২৪ইংরেজিতে খাগড়াছড়িতে মামুন নামের এক যুবকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতা ছড়ায়। এতে চারজন নিহত ও অনেকে আহত হয়েছিলো।