নুরুল আবছার নূরী: দেশের বরেণ্য আলেমেদ্বীন ও শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন,আজকের শিক্ষার্থী দেশের আগামীর কর্ণধার। সমৃদ্ধ দেশ গঠনে একটি মেধাবী ও আদর্শিক প্রজন্ম গঠণের আবশ্যকীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও নানাবিধ উদ্যোগ-আয়োজন দৃশ্যমান হয়।
এ ধারাবাহিকতায় সুদীর্ঘ ২৬ বছর যাবত দেশব্যাপী শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর আয়োজনে বৃত্তি পরীক্ষার মত বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হয়ে আসছে। শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশে বৃত্তি পরীক্ষা অন্যতম সহায়ক বলে মন্তব্য করে তিনি এ পরীক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সকলের নিকট আহবান জানান। ঐতিহ্যবাহী শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর উদ্যোগে ৪ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় মোমিন রোডস্থ সালমা ভবনে প্রসপেক্টাস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক কাজী আহসানুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন-লিয়াকত স্মৃতি সংসদ উপদেষ্টা পরিষদের সচিব মাওলানা এম ওয়াহেদ মুরাদ, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ এস এম কাউসার,কফিল উদ্দীন রানা, হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব, এস এম আবু সাদেক ছিটু, মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ মাসরুর রহমান, হাফেজ মোহাম্মদ মনির উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান প্রমূখ।