প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৪:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী : চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ২০২৫–২০২৮ মেয়াদের জন্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে এস এম শওকত হোসেন কমরু, সহসভাপতি পদে শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ড. মোহাম্মদ সানাউল্লাহ, যুগ্ম সম্পাদক পদে ডা. পারভেজ ইকবাল শরীফ, অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার এবং কোষাধ্যক্ষ পদে এএসএম জাফর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, নিজামউদ্দিন মাহমুদ হোসেন, মো. শহীদুল আলম শহীদুল্লাহ, মোহাম্মদ আলী চৌধুরী, সিদ্ধার্থ বড়ুয়া, মেজর (অব.) এমদাদুল ইসলাম, জাহিদুল করিম কচি, ড. মো. মনজুরুল কিবরিয়া, অধ্যাপক সরোয়ার জাহান, মো. হাফিজুর রহমান এবং অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী চেয়ারম্যান হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।
এছাড়া কো-চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। সমিতির জীবন সদস্য ডা. মো. ওমর ফারুক ও মো. আলাউদ্দিন নির্বাচন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।