আহমদুল হকঃ ২৯শে সেপ্টেম্বর রবিবার রামু উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীর উদ্যোগে বিকেলে রামু চৌমুহনী স্টেশন চত্বর থেকে সকল ধর্ম, বর্ণ, দল,মত, নির্বিশেষে সকল শ্রেণির জনসাধারণ ও ছাত্রসমাজকে নিয়ে রামুর ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে শান্তি ও সম্প্রীতি র্যালি - সমাবেশে'র আয়োজন করে।
উক্ত শান্তি ও সম্প্রিতি র্যালিতে উপস্থিত ছিলেন রামুর বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার নেত্রীবৃন্দ।
বক্তারা রামুর সম্প্রীতি বজায় রাখতে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলে অঙ্গীকার ব্যক্ত করেন।