প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : স্মার্ট কার্ড দিয়ে ২২টি সেবা পাওয়া যাবে শুধু ভোট দেওয়ার কাজ নয় স্মার্ট কার্ড দিয়ে নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যাবে।
২৯ সেপ্টেন্বর রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৫ নং রোসাংগীরি ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড, এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
রোসাংগীরি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড বিতরণ করা হয় ।
এতে উপস্থিত ছিলেন ১৯নং রোসাংগীরি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এস,এম, শোয়াইব আল ছালেহী ও ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরা।
প্যানেল চেয়ারম্যান আব্দুস শুক্কুর,প্যানেল চেয়ারম্যান নাজরুবা,প্যানেল চেয়ারম্যান আলী আকবর, মেম্বার আশরাফ, শফিকুর রহমান, মেম্বার রহমান, মেম্বার মোমিন শাহ, মেম্বার সেলিম, মেম্বার রাজিব চৌধুরী,আনিস,মহিল মেম্বার লাকী আকতার, মেম্বার নুর নাহার।
চেয়ারম্যান এস,এম,শোয়াইব আল ছালেহী বলেন, স্বপ্ন সোনার বাংলা গড়তে র্স্মাট কার্ড বিকল্প নেই। আনসার ভিডিপি, গ্রামপুলিশ, স্কাউট, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।