নিজস্ব প্রতিবেদক: নগরীর পতেঙ্গা কাটগড়ে আদর্শ শিক্ষক ফোরামের উদ্যোগে বে-সরকারি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও কৃতিসংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি অধ্যক্ষ এস.এম দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী আকবর।
আলোচক অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (ইংরেজি) এম মশিউল আনোয়ার, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারির মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য শিক্ষীকা মিসেস সাদিয়া ইসলাম, যুগ্ম সম্পাদক শিক্ষক মোঃ স্বপন মিয়া, শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষক আলী আকবর মনজু, শিক্ষক মোঃ মহসিন, শিক্ষক মোঃ নাছির উদ্দিন মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে - শিক্ষার প্রকৃত মাপকাঠি হচ্ছে পরীক্ষা। আর ঞ্জান শিক্ষার আলোক বর্তিকা।মেধাবী ছাত্র-ছাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে শিক্ষার ঞ্জান পরীক্ষা আবশ্যক।
পরিশেষে বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবৃত্তি প্রাপ্তদের ক্রেষ্ট সনদপত্র প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।