নুরুল আবছার নূরী : ১৪ সেপ্টেম্বর শনিবার ফটিকছড়ি উপজেলা ১৯ নং সমিতিরহাট ইউনিয়নের ২ ,৩ ও ৪ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন সকাল ৯টা থেকে সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চন্তাপুর নুর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে।
বেলা ১২টার সময় হঠাৎ করে ঢাকা থেকে নির্বাচনী সার্ভার বন্ধ হয়ে যাওয়া স্মার্ট কার্ড বিতরণ বন্ধ করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরার নিকট জানতে চাইলে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা নির্বাচন কার্যালয় সার্ভার বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় সার্ভার কার্যক্রম শুরু হলে আমরা আবার জানাব।
এই ব্যপারে ১৯নং সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ ইমন বলেন, সকাল থেকে ২,৩ ও ৪ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড সেব প্রার্থীরা তাদের কাঙ্খিত স্মার্ট কার্ড গ্রহণ করেছেন বেলা ১২টার সময় হঠাৎ সার্ভার বন্ধ হয়ে যাওয়া স্মার্ট কার্ড বিতরণ বন্ধ করা হয়। এই জনগণের মনে কষ্ট না নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে অনুরোধ করছি। এবং অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেছেন।তিনি বলে পরবর্তী সময় তিনি আবার জানাবেন বলে চট্টবাণীকে জানান।