নুরুল আবছার নূরী : ১৩ সেপ্টেম্বর শুক্রবার শফিকীয়া দরবার শরীফে সকাল ৭টা থেকে পবিত্র খতমে কুরআন, খতমে খাজেগান খতমে গাউছিয়ার মধ্যে দিয়ে আনজুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশ, বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ, বারিয়া শফিকুল মুনির ওলমা পরিষদ ও বারিয়া শফিকুল মুনির ছাত্র পরিষদের যৌথ ব্যবস্হাপনি পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উপলক্ষে জশনে জুলুস মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দান বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষনি করে পুনরায় মাদ্রাসার ময়দানে এসে শেষ হয়।
জুলসে উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী ও মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, হাটহাজারী মির্জাপুর সরকার হাট মোমেনিয়া আলিম মাদ্রাসা সহ অধ্যক্ষ মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা হাবিব আহমদ মুনিরী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মুনিরী, মাওলানা মুহাম্মদ নাছির, মাওলানা মুহাম্মদ মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী,মাওলানা আবুল কাশেম চৌধুরী, মাওলানা মুহাম্মদ শাহজাহান মজিদী,মাওলানা মহি উদ্দিন মুনিরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম মুনিরী,মাওলানা রাশেদুল আলম শফিকী, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী মাওলান আবুল কালাম আহমদী,মাওলা মুহাম্মদ বেলাল উদ্দিন,চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসা মোহাদেস মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন আলকাদেরী, মাওলানা মীর মুহাম্মদ মহি উদ্দিন ফয়েজী কাউছার, মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ, মাস্টার মুহাম্মদ বেলাল কক্সবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আমল,বিশিষ্ট আইনজীবী এডভ মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র দুরদুরান্ত থেকে আশেকে রাসূলগনেরগণ প্রমুখ।
শেষে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাতউস্তাজুল উলমা হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ।