• উত্তর চট্টগ্রাম

    ১৬ নং বক্তপুর ইউপিতে স্মার্ট কার্ড বিতরণ

      প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৩:৪৩ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : স্মার্ট কার্ড দিয়ে ২২টি সেবা পাওয়া যাবে শুধু ভোট দেওয়ার কাজ নয় স্মার্ট কার্ড দিয়ে নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যাবে।

    গত ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৬ নং বক্তপুর ইউনিয়নের ৬নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ড এলাকা ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। দায়রা বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট কার্ড অনুষ্ঠিত হয়।




    উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১,২,৩,৪ও৫ নং) এতে প্রধান অতিথি ছিলেন ১৬ নং বক্তপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম ফারুক উল আজম ।




    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরা, প্যানেল মুহাম্মদ সাইফু উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুসরাত আকতার, জেসমিন আকতার সংরক্ষিত মহিলা মেম্বার রোহনা আকতার সংরক্ষিত মহিলা আসনের মেম্বার। ১) মুহাম্মদ শহিদুল আলম,২নং মুহাম্মদ তৈয়ব,৩)মুহাম্মদ মহিববুল্লাহ ৪ ) মুহাম্মদ জয়নাল আবেদীন, ৫(মোবারক আলী, ৭ মুহাম্মদ কালাম, ৮)মুহাম্মদ জাহেদুল আলম,৯) মুহাম্মদ সাজেদুল আলম। আনসার ভিডিপি গ্রামপুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।




    প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কার্ডের বিকল্প নেই। স্মার্ট কার্ড দিয়ে শুধু ভোট দেওয়ার যাবে তা নয় এটা দিয়ে ২২টি সুযোগ সুবিধা পাওয়া যাবে, নাগরিক সেবা পাওয়া যাবে ।

    আরও খবর 27

    Sponsered content