হোসেন বাবলা: মানুষ মানুষের জন্য-এই প্রতিপাদ্য নিয়েই বানভাসি নোয়াখালী, ফেনী, লক্ষীপুর সহ বিভিন্ন স্থানে ছুটেচলা চট্টগ্রামের কিছু বন্ধু-স্বজন।যাঁরা ফ্রি চিকিৎসা সেবা, ঔষুধপত্র এবং শুকনো খাবার বিতরণ এবং ভালোবাসা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃত উদ্দেশ্য।
অত্যন্ত দূর্গম এলাকায় গিয়ে আশ্রয় কেন্দ্রে দুই গ্রামের গণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা দিতে গিয়ে গ্রামের মানুষের সহায়তায় চাওয়া ও ত্রাণ বিতরণ করা স্বাস্থ্য সবার সাথে জড়িত ।
এই মহতী উদ্যোগের জন্য বন্ধু -স্বজন ডাঃ মোঃ নাছির উদ্দিন, সংগঠক বন্ধু মোঃ শামীম আহমদ সহ অসংখ্য বন্ধু -স্বজন এই কাজের জন্য অবশ্যই প্রশংসিত ।
তাদের এই ভালোবাসার উপহার পেয়ে অনেক বানভাসি মানুষ বলতে বাধ্য হয়েছেন চট্টগ্রামের মানুষ এতো উদার ও প্রকৃত প্রেমি, তা বিরল নয় কি? তাদের আহ্বান,ডাক্তার - নার্স এবং সেবাকর্মী সংগঠকদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসুন।