• মহানগর

    দক্ষিণ হালিশহরের আকমল আলী রোডে ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দীর্ঘদিন যাবত দিন পানি সংকটের অভিযোগ

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ আকমল আলী রোড বসবাসরত বাসিন্দাদের দীর্ঘদিন যাবত পানি সংকটের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে।




    চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লার নির্দেশে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    এসময় ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    অভিযানকালে এলাকাবাসী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত পানি না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এলাকার সমন্ত অবৈধ সংযোগ ও প্রভাবশালী কর্তৃক পানির বল গেট নিয়ন্ত্রণ বিচ্ছিন্ন করার দাবি জানান।




    পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে আগ্রাবাদ মড–১ এর অফিসে এলাকার প্রতিনিধিদের সাথে বৈঠকে পানি সংকটের বিষয়টি অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করা হয়।

    এছাড়া এলাকায় অনৈতিক ও অবৈধ ভাবে জোরখাটিয়ে ড্রেন ও নালায় এবং মূল সড়কের মাঝে গোপনে পানির লাইন বসিয়ে নিরীহ মানুষের ওপর চরম দুর্ভোগ সৃষ্টি করে আসছে।




    বিষয়টি বিগত কয়েক বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও ওয়াসা, চসিকের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

    তাই দীর্ঘদিন পর স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে আলোচনা করে উপদেষ্টা কমিটির মাধ্যমে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকাবাসী কে স্বচ্ছভাবে পানি পাওয়ার আশ্বাস দেন।




    আরও খবর 25

    Sponsered content