• খেলাধুলা

    সার্ফ অনুর্ধ্ব ২০ ফুটবল জয়ী দলের সহকারী কোচ মিন্টুর সংবর্ধনা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২২:২৪ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: নগরীর দক্ষিণ হালিশহরের প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের উদ্যোগে সিডিএ বালুর মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ এবং সাবেক জাতীয় ফুটবলার, পতেঙ্গা -হালিশহরের গৌরব মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু কে গত শনিবার (৩১আগষ্ট) বিকেলে সিডিএ বালুর মাঠে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।




    অনুষ্ঠানের উদ্যোক্তা সাবেক বর্ষীয়ান ফুটবলার ও সংগঠক, সোনালী অতীত ফুটবল ক্লাবের আজীবন সদস্য মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্ষীয়ান ফুটবলার মোঃ আসলাম, সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, মোঃ মুরাদ হোসেন, মোঃ মামুন , জাহাঙ্গীর আলম, ইরফান হক, মোঃ পাভেল, মোঃ আব্দুল আজিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    এছাড়া উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রজন্মের অনেক ফুটবলার, সংগঠক এবং ক্রীড়ামোদী ভাইয়েরা উপস্থিত থেকে জাতীয় বীর ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু কে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করা হয়েছে।